Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জবই বিল ও ব্রিজ
স্থান

নওগাঁ জেলার সাপাহার উপজেলার শিরন্টি ও আইহাই ইউনিয়নে অবস্থিত। এ বিলটির পূর্বপ্রান্ত শিরন্টি এবং পশ্চিম প্রান্ত আইহাই ইউনিয়নের অংশ।

কিভাবে যাওয়া যায়

উপজেলার জিরো পয়েন্ট হতে বাস/অটোরিক্সা/ ভাড়ায় চালিত মোটর সাইকেলে সহজেই জবই বিল যাওয়া যায়। দূরত্ব মাত্র ১০ কিঃমিঃ।

যোগাযোগ

0

বিস্তারিত

   ১৯৯৮ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সাপাহার আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করার সময় এ উপজেলা হতদরিদ্র মৎসজীবীদের দু:খ দুর্দশা লাঘবের জন্য‍ “ জবই বিল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প” গ্রহনের ঘোষনা গ্রহন করেন। পরবর্তীতে জুলাই ১৯৯৯ হতে জুন, ২০০৪ পযর্ন্ত ৪.৬৫ কোটি টাকা  ব্যয় সম্বলিত প্রকল্পটি বাস্তায়িত হয়। জবই বিল উন্নত ব্যবস্থাপনার নিমিত্তে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক, নওগাঁ এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে জেলা মৎস্য কর্মকর্তা, নওগাঁ ২০২০ সাল পযর্ন্ত বিলটি মৎস্য অধিদপ্তরকে ব্যবহারের জন্য ০৫/০৩/২০০০ তারিথে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেন। পাঁচ বৎসর অন্তর সময়সীমা নবায়নযোগ্য। জুন, ২০০৪ প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার পর বিলটি মৎস্যজীবীদের ব্যবহারের নিমিত্ত অধিকার পত্র হস্তান্তর করা হয়।

 

এ বিলকে কেন্দ্র করে এখান কার অনেক মানুষ জিবিকা নির্বাহ করে থাকে। এ জবই বিলে বিভিন্ন প্রভৃতির মাছ সংগ্রহ করে থাকে এখানকার জেলে সম্প্রদায়। বর্ষা মৌসুমে এ বিলের পানি কানায় কানায় ভরে ওঠে। নৌকা আর জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে চোখ জুড়ায় ভ্রমন পিপাসু মানুষদের। আর খরা মৌসুমে এ বিলের পানি শুকিয়ে গেলে কৃষকরা বিভিন্ন ফসল বোনায় ব্যস্ত হয়ে ওঠে।