Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 

 

এলাকার বিনোদন ধর্মীয় অনুষ্ঠানঃ

 

পালাগানঃ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধর্মীয় অনুষ্ঠানে যেমনঃ চৈত্র সংক্রান্তি, রথযাত্রা, পৌস পার্বন, বাস্তপূজা, কালিপূজা, দশহারা, শিবরাত্রি, মহরম, পৌষ সংক্রান্তি ইত্যাদিতে পালাগান অনুষ্ঠিত হয়ে থাকে।

 

যাত্রাঃ বিভিন্ন ধর্মীয় উৎসব যেমনঃ দূর্গাপূজা, কালিপূজা উপলক্ষ্যে যাত্রা গান অনুষ্ঠিত হয়ে থাকে।

 

মেলাঃ উপজেলার বিভন্ন স্থানে প্রতি বছর চড়ক মেলা, চৈত্র সংক্রান্তির মেলা, নৌকা বাইচ মেলা, পৌষমেলা, বৃক্ষমেলা, কৃষিমেলা, বইমেলা, বৈশার্খী মেলা ঈদ মেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে।

 

 

সাপাহার উপজেলার খেলাধুলা ও মাঠের তথ্যঃ

উপজেলায় বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও বিবরণঃ- ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকস। এ খেলাগুলো অত্র উপজেলায় প্রচলন আছে।

খেলাধুলার স্থানঃ জেলা ও উপজেলা সদরে অবস্থিত স্টেডিয়াম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে উল্লেখিত খেলাধুলা অনুষ্ঠিত হয়।

 

 

খেলাধুলার মাঠঃ

সাপাহার উপজেলায় মোট ১৮টি মাঠ রয়েছে। এগুলো উপজেলা সদরে পাইলট স্কুল , সাপাহার সরকারী ডিগ্রী কলেজ মাঠ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত। 

বাৎসরিক অনুষ্ঠিত খেলার বিবরণঃ

 

সাপাহার উপজেলায় ফুটবল, ক্রিকেট, ভলিবর, কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন এবং এ্যাথলেটিকস খেলা অনুষ্ঠিত হয়।