Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

সাপাহার উপজেলা  পটভূমিঃ- আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে সাপাহার উপজেলা ২য় ক্ষুদ্রতম উপজেলা। ০২ জুলাই ১৯৮৩  হতে এটি মান উন্নীত থানা  হিসেবে প্রথম যাত্রা শুরু করে।   

 

ভাষাঃ সাপাহার উপজেলার অধিকাংশ লোকজনই বাংলা ভাষায় কথা বলে । এই অঞ্চলে অনেক পূর্বে থেকেই কিছু আদিবাসী লোকের বসবাস রয়েছে তাই এখান কার স্বল্প কিছু আদিবাসী লোক তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে থাকে। যেমন : সাঁওতাল ভাষা, খোট্রা ভাষা, হড় ভাষা ।

 

 

 

সংস্কৃতিঃ বৃটিশ শাসনামলে কীর্তন,জারী,পালাগান,কবিগান,বাউল,মুর্শিদী,লোকগীতি,ভাওয়াইয়া,যাত্রা ইত্যাদি অনুষ্ঠান হতো নানা উৎসব উপলক্ষ্যে। তখন বর্ষায় নৌকা বাইচ প্রতিযোগিতার গান অনুষ্ঠানও উপভোগ করতেন নদী তীরের মানুষ। সারা রাত জেগে জ্যোসনা রাতে লোকজন পুঁথিপাঠ,পাঁচটাকার কিচ্ছা (রাত চুক্তিতে গল্প কথা) শুনতেন। রংপুর দিনাজপুরের দক্ষিণাংশে এই জেলা ভাওয়াইয়া গানের প্রভাবাধীন। আগে জমিদার বা ধনাঢ্য পোদ্দার ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। গ্রামীন খেলা ধুলাও চলত সমান তালে। সেই সাথে অগ্রাহায়ন মাসের শুরুতেই নতুন ধান ঘরে তোলার আনন্দে তাঁরা নবান্ন উৎসব জাঁকজমক ভাবে পালন করতেন যা অদ্যবদি   সংস্কৃতির অঙ্গ হিসাবে আমাদের প্রাণে মিশিয়ে রয়েছে।